ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-বরগুনা বাস চলাচল শুরু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ জুলাই ২০২৪  
ঢাকা-বরগুনা বাস চলাচল শুরু

ফাইল ফটো

ছয়দিন বন্ধ থাকার পর বরগুনা থেকে বরিশাল ও ঢাকার মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে ছেড়ে যায়। এদিকে, যাত্রী সংকটের কারণে ঢাকা-বরগুনা রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দেশজুড়ে সহিংসতার কারণে বরগুনার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্য এলাকার সড়ক ও লঞ্চ পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক হতে শুরু করায় গন্তব্যে ফিরতে শুরু করেছেন আটকা পড়া যাত্রীরা। 

আরো পড়ুন:

বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের বাসিন্দা শাহিদা বেগম বলেন, ‘ঢাকায় এক সপ্তাহ আগে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারিনি। এখন যাচ্ছি।’

বরিশাল শহরের বাসিন্দা মো. মাসুম মিয়া বলেন, ‘বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম। বরিশাল রুটে বাস চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছিলাম না। আজ বাড়ি যাচ্ছি।’

বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেন বলেন, ‘আজ বিকেল ৩টা থেকে ঢাকা-বরগুনা এবং বরিশাল-বরগুনার মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। এখন যাত্রী সংকট রয়েছে। আশা করছি, সন্ধ্যার মধ্যে যাত্রী সংখ্যা বাড়তে পারে।’

যাত্রী সংকটের কারণে ঢাকা-বরগুনা রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি বলে জানিয়েছেন বরগুনা লঞ্চ ঘাটেরে এম কে শিপিং-এর ঘাট ম্যানেজার এনায়েত হোসেন। তিনি বলেন, ‘যাত্রী সংখ্যা বাড়লে নিয়মিত লঞ্চ চলবে।’ 

বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচলে কোনো সমস্যা নেই।’

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়