ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

যশোরে যুবলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল জব্দ, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩০ জুলাই ২০২৪  
যশোরে যুবলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল জব্দ, স্ত্রী গ্রেপ্তার

যশোর জেলা যুবলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লার বাসায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গ্রেপ্তার করা হয়েছে কেরামত আলীর স্ত্রী সুলতানা বেগমকে (৫৩)। তবে, পালিয়ে যান কেরামত আলী। এ ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেরামত আলী মোল্লা জেলা যুবলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা যুবলীগের সদস্য কেরামত আলীর বাসায় অভিযানে চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য অধিদপ্তর। কেরামত আলীর স্ত্রীকে গ্রেপ্তার করেন তারা। সংস্থাটির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেরামত আলী আগেই পালিয়ে যান। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, ‘কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক কারবার করেন বলে গোপন সূত্রে জানতে পারি। আমরা ছদ্মবেশে কয়েকদিন এলাকা তদারকি করি। বিষয়টি নিশ্চিত হওয়ায় আজ সকাল সাড়ে ৯টার দিকে কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। পরে তার বসতঘর থেকে ৭টি বান্ডিলে ২৫ বোতল করে মোট ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিলগুলো তার বেড রুমে খাটের নিচে সাজানো ছিল। এসময় কেরামত আলীর স্ত্রী সুলতানা বেগমকে গ্রপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহীন পারভেজ বাদী হয়ে সুলতানা বেগম এবং কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।’

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়