ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়া সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তরুণী আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩১ জুলাই ২০২৪  
তেঁতুলিয়া সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে আসা সানজিদা রুমা (২৩) নামে এক ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি।  

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভজনপুর ইউনিয়নের বামনপাড়ায় বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বোরখা পড়ে ভারতীয় ওই তরুণীর চলাফেরা এবং হিন্দি কথায় সন্দেহ হলে তাকে আটক করে ভজপনুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম সানজিদা রুমা এবং তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলে জানায় সে। তার বাবা সেললু একজন অভিনেতা। মায়ের নাম শান্তি রানী। তার বাবা মুসলিম এবং নানা বাড়ি পঞ্চগড় জানালেও ঠিকানা বলতে পারেনি সে। এছাড়া পরিবারের কারও মোবাইল ফোন নাম্বারও দিতে পারেনি। মুম্বাইয়ের বান্দ্রা থেকে কিভাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসে এবং কিভাবে পঞ্চগড় আসে কিছুই জানাতে পারেনি ওই নারী। এ সময় তার কথা অসংলগ্ন এবং রহস্যময় মনে হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে, তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হবে।

নাঈম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়