ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১২:০০, ২ আগস্ট ২০২৪
টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চাঁদপুরে গত ১২ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছে মানুষ।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শায়েব জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৯টা থেকে শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সর্বমোট ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় আমরা সেটি অনুসরণ করবো। জেলে ভাই এবং নৌ যান চলাচলকারী সকলকে নিরাপদে সতর্ক থাকতে বলা হচ্ছে। আগামী ৪-৫ দিন এভাবে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

সালমা বিনতে নামে স্থানীয় এক বাসিন্দা জানান, অব্যাহত বৃষ্টিতে শহরের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। কোনো কাজে বের হতে পারছি না। এছাড়াও বৃষ্টির মধ্যে বের হলেও যানবাহনে অতিরিক্ত ভারা গুনতে হচ্ছে। 

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা নির্দিষ্ট অনেক অনুষ্ঠানও অব্যাহত বৃষ্টির কারণে স্থগিত করতে বাধ্য হচ্ছি।

অমরেশ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়