ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০২, ৮ আগস্ট ২০২৪
দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা

বগুড়ায় দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পাশাপাশি শিক্ষার্থীরা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং শহরকে সবুজায়ন করতে রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। সন্ধ্যায় বগুড়া জিলা স্কুল মাঠে হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

শহর ঘুরে দেখা গেছে, শহরের জিলা স্কুলের দেয়ালে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দেয়ালে যেই ভাষা ফুটে উঠেছে, সেটা প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণে এই কর্মসূচি। পাশাপাশি সুন্দর, সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপ এই কর্মসূচির অংশ।

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়