ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইল শহর পরিচ্ছন্নতায় হাত দিলেন শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৮ আগস্ট ২০২৪  
নড়াইল শহর পরিচ্ছন্নতায় হাত দিলেন শিক্ষার্থীরা

নড়াইল শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের প্রেসক্লাব চত্বর, কোর্ট চত্বর, মালিবাগ মোড়, পুরাতন বাস টার্মিনাল, রূপগঞ্জ বাজারসহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে তাদের দেখা যায়। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন সম্মান বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নূর বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটাসহ নানা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। 

কর্মসূচিতে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী সবুজ দাস বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লা রাখার নির্দিষ্ট স্থানে রাখা হবে। 

এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শরিফুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়