মানিকগঞ্জে হাসপাতাল পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দল
|| রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারপ্রধান থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সারাদেশর মত মানিকগঞ্জেও ছাত্র-জনতা উল্লাসে মেতে ওঠেন। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দলের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আজকে আমরা জেলা সদর হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা করেছি। এটা আমাদের হাসপাতাল, তাই আমাদেরই এর সৌন্দর্য বজায় রাখতে হবে।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মো. রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর মিলনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চন্দন/ইমন