ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দেবে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:২০, ৯ আগস্ট ২০২৪
এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দেবে: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুন্ন করে এমন যেকোনো পদক্ষেপ এ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেছেন নব-নিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। 

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপারা গ্রামে তার পিতা মরহুম শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, দেশের নাগরিকদের অধিকারের জন্য মুগ্ধ, আবু সাঈদরা যে স্বপ্ন দেখেছিল সেটার জন্য এই সরকার কাজ করবে।

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন, এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দিবে। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করবে। 

এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।

শাহরিয়ার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়