ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৬ থানার কার্যক্রম শুরু 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৯ আগস্ট ২০২৪  
ঠাকুরগাঁওয়ে ৬ থানার কার্যক্রম শুরু 

সেনাবাহিনীর সহায়তায় ঠাকুরগাঁও জেলার সাতটি থানার মধ্যে ছয়টি থানার সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ এ তথ্য জানান।

যেসব থানার কার্যক্রম আজ শুরু হয়েছে সেগুলো হলো- ঠাকুরগাঁও সদর, রুহিয়া, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর ও রানীশংকৈল থানা। ভূল্লী থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।

বিকেল ৩টার দিকে সরেজমিনে বালিয়াডাঙ্গী থানায় গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও থানার ভেতরে অবস্থান করছে। এ সময় মোহাম্মদ মোখলেসুর নামে এক ব্যক্তি অভিযোগ করতে আসেন এই থানায়। 

আরো পড়ুন:

মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ‘দীর্ঘদিন থানার কার্যক্রম বন্ধ ছিলো। থানা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগেছি। পুলিশ না থাকায় উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়। থানায় আবারো কার্যক্রম শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত।’ 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘দেশ একটি অস্থির অবস্থায় থাকায় আমাদের কিছু ভাই শাহাদাত বরণ করেন। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এরই মধ্যে আইজিপি স্যারের নির্দেশনায় আমাদের ঠাকুরগাঁওয়ের ছয়টি থানার কার্যক্রম চালু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে সকালেও আমাদের টহল দল বালিয়াঙ্গী থানার বিভিন্ন ইউনিয়নে মানুষের সঙ্গে কথা বলেছে। তাদের সমস্যার কথাগুলো শুনেছে। ইতিমধ্যে আমাদের থানায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং অভিযোগ দিতে শুরু করেছেন।’

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘ঠাকুরগাঁ জেলায় মোট ছয়টি থানা রয়েছে। তার মধ্যে পাঁচটি থানা কার্যক্রম আজকে সকাল থেকে চালু হয়েছে। আর দুইটি থানা দ্রুতই কার্যক্রম চালু করা হবে। আমাদের কার্যক্রম মানুষদের সেবা দেওয়া।’ 

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়