লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি-জামায়াতের সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি সভা করেছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় শহরের শ্যাম সুন্দর জিউর আখড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়েত ও বিএনপির নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই কারো প্রত্যাশিত নয়। আমরা কেউই কোনো সংঘাতে জড়াবো না। আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই দেশের নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা ও অধিকার সমান। সুতরাং, আমাদের এই দৃষ্টিকোণ থেকে ভূমিকা রাখতে হবে। যারা ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে তারা দুষ্কৃতকারী।
এসময় বিএনপি-জামায়াতের নেতাদের অভিনন্দন জানিয়ে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে যেভাবে জামায়েত ও বিএনপির নেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যই প্রশংসনীয়।’
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল বলেন, ‘জামায়েত ও বিএনপির নেতারা আমাদের আশ্বস্ত করেছেন যে জেলার কোথাও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হবে না। কেউ যদি কোনো অরাজকতা করার চেষ্টা করেন, তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা প্রমুখ।
জাহাঙ্গীর/মাসুদ