চুয়াডাঙ্গায় রাত জেগে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গায় পুলিশের কর্মবিরতি কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এ অবস্থায় লুট হওয়ার ভয়ে নিজেরাই করছেন নিজেদের জান-মালের রক্ষা। রাত জেগে দিচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা।
শুক্রবার (৯ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার থানার সামনে স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পী শ্রমিকদেরকে রাত জেগে পাহারা দিতে দেখা গেছে।
স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন খান রাত জেগে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের খবরের পর থেকে জেলা শহরে এক শ্রেণীর বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। বিষয়টি চুয়াডাঙ্গা পুলিশকে জানালেও তারা তাদের ১১ দফা দাবি আদায়ে কর্মবিরতি করছেন বলে জানান। পরে আমরা স্বর্ণ শিল্পী শ্রমিক ও ব্যবসায়ীরা বিক্ষুব্ধ জনতাকে মোকাবেলা করি ও অনুরোধ করে যতটুকু সম্ভব নিজেদের জান-মাল রক্ষা করি।
তিনি আরও বলেন, গত ৪ দিন ধরে পুলিশের নিরাপত্তা বিহীন চুয়াডাঙ্গা জেলা। এ কারণে স্বর্ণের দোকানসহ সব ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও জানমালের নিরাপত্তায় নিজেরাই পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছি।
পুলিশ কাজে না ফিরলে ব্যবসাসহ আবাসিক এলাকার নিরাপত্তা নিয়েও চিন্তায় আছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়াও পুলিশের কর্মবিরতি কবে শেষ হবে বিষয়টিও জানা যায়নি।
মামুন/ইমন