ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণহত্যার বিচার দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৪ আগস্ট ২০২৪  
গণহত্যার বিচার দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ 

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের লাহিড়ীপাড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়।

আরো পড়ুন:

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। সেখানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমুখ বক্তব্য দেন।

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়