ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বরিশাল বিভাগে কোনো থানায় আক্রমণ হয়নি’ 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ২১:১৫, ১৪ আগস্ট ২০২৪
‘বরিশাল বিভাগে কোনো থানায় আক্রমণ হয়নি’ 

বক্তব্য রাখছেন মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা

বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুলি করতে হয়নি। বিভাগে ৫০টি থানা রয়েছে, যার একটিতেও আক্রমণ হয়নি। আমাদের পুলিশ ভাইয়েরা অক্ষত ছিল। একটি অস্ত্রও হারায়নি। 

বুধবার (১৪ আগস্ট) বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

মেজর জেনারেল আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, এ বিভাগে আমাদের কারও মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে। আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। এখানে যেন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি। যেখানে সব দল, মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশ মাঠে ট্রাফিক নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের কার্যক্রম শুরু করেছে। বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি, যা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হবো। বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে যারা রয়েছেন, তারাও মোটামুটি নিরাপদে আছেন।’

জনসাধারণকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তাদের অহেতুক ভীতিতে না ভোগার অনুরোধ জানান। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সাধারণ জনতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম করা যেতে পারে বলেও মত দেন। সেইসঙ্গে অনতিবিলম্বে ছাত্র-ছাত্রীদের স্কুলে যোগদানের জন্যও বলেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।

বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় ৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াস শরিফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ, খ্রিস্ট্রান সম্প্রদায়ের প্রতিনিধি এলবার্ট রিপন বল্লভসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরিফুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়