ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি বদি ও চেয়ারম্যান জাফরের বিরুদ্ধে থানায় অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৪৭, ১৫ আগস্ট ২০২৪
সাবেক এমপি বদি ও চেয়ারম্যান জাফরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আবদুর রহমান বদি ও জাফর আহমেদ। ফাইল ছবি

কক্সবাজারে টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সাবেক এমপি আবদুর রহমান বদিকে প্রধান আসামি ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে লিখিত অভিযোগটি দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। এতে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন একাধিক স্থাপনায় সশস্ত্র হামলা চালানো হয়। আব্দুল্লাহর পেট্রোল পাম্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ছোঁড়া, ভাঙচুর ও দোকান লুটপাট করে তারা। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তারেকুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়