ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে আন্দোলনে নিহত রোমানের নামে সড়ক

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ আগস্ট ২০২৪  
মাদারীপুরে আন্দোলনে নিহত রোমানের নামে সড়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত রোমান বেপারীর নামে খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ি ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। 

এর আগে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা। এ সময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীয় সদস্য আসাদুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রহমান ও সৈকত, সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই নিহত হন রোমান বেপারী।

নিহত রোমানের স্ত্রী, ৬ বছরের কন্যা সন্তানসহ বৃদ্ধ বাবা-মা, ভাই-বোন রয়েছে।

রিজভী/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়