ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বরখাস্ত আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৯ আগস্ট ২০২৪  
গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বরখাস্ত আদেশ প্রত্যাহার

গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক

ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার জাতীয় পরিচয়পত্রসহ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত হন গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক। সোমবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিসানুল হক (বিপি-৮৫১৪১৬৬৩৩১), সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর, বর্তমানে সাময়িকভাবে বরখাস্তকৃত-কে এ বিভাগের গত ২৩/০৬/২০২৪ তারিখের ৪৪.০০,০০০০,০৫৮.২৭. ০৪৫.২৪-২৯৬ নম্বর প্রজ্ঞাপন মূলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭২, ৭৩ মোতাবেক প্রত্যাহার করা হলো।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার সাময়িক বরখাস্তকাল কর্তৃব্যরত কাল হিসাবে গণ্য হবে। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন ভাতাদি পাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

গত ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো এক চিঠিতে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে পুলিশ হেডকোয়ার্টার্স।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে তার (জিসানুল হক) সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তার কাজে যোগ দেওয়ার কথা।’

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়