ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর ৫ দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ২২:২৩, ২৬ আগস্ট ২০২৪
গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর ৫ দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ আগস্ট) দুপুরে এবং বিকেলে তারা মারা যান। এ ঘটনায় আহত রিফাত হোসেনের (২৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

মারা যাওয়া দম্পতি হলেন- হাবিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী লায়লা বেগম (৫০)। 

আরো পড়ুন:

মারা যাওয়া লায়লা বেগমের ভাই মীর বাছেদ মিয়া জানান, চুলার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে চুলা জ্বালানোর সময় ঘরে আগুন ধরে যায়।

এলাকাবাসী জানায়, বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লায়লা বেগম। গত বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে লায়লা বেগম চুলায় আগুন ধরান। এসময় চুলার লিকেজ থেকে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফলে লায়লা বেগম, তার স্বামী হাবিবুর রহমান ও ছেলে রিফাত হোসেন দগ্ধ হন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে তিন জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, গ্যাসের আগুনে দগ্ধ দুই জনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়