ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিদ্ধিরগঞ্জ থানা ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৭ আগস্ট ২০২৪  
সিদ্ধিরগঞ্জ থানা ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের পতনের দিন দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অস্ত্রসহ বিভিন্ন আলামত লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২৭ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আফজাল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, থানা ভাঙচুর করে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪-৫ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। 

উল্লেখ, এর আগে গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা থানাটিতে হামলা করে লুটপাট চালায়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারো প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপর থেকে বেশ কয়েকদিন থানা-পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হন জনসাধারণ।

সর্বশেষ

পাঠকপ্রিয়