ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪২, ৬ সেপ্টেম্বর ২০২৪
সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ গ্রেপ্তার 

প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমাল (৩৫) কে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিরহান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। 

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিরহান শরীফ তমাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। 

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়