দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন বলে জানা গেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ি বাজারে সড়কের ওপর মাঝেমধ্যে ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে দুর্ঘটনাও ঘটে। রোববার সকালেও একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিক/কেআই