ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

চট্টগ্রামের প্রধান সড়কে অটোরিকশা নিষিদ্ধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৪  
চট্টগ্রামের প্রধান সড়কে অটোরিকশা নিষিদ্ধ 

চট্টগ্রামের শহরের একটি ব্যস্ততম সড়কে চলাচলরত অটোরিকশা

চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। 

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়। 

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সব অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। আগামীকাল ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়