ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

রূপগঞ্জে ল্যাংটার মাজার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:১০, ১২ সেপ্টেম্বর ২০২৪
রূপগঞ্জে ল্যাংটার মাজার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বছরের পুরনো হযরত হোসেন আলী শাহ ল্যাংটার মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়া মাজারের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

হযরত হোসেন আলী শাহ ল্যাংটা মাজারের খাদেম জাকির হোসেন বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। প্রথমে তারা ভেকু দিয়ে মাজার ভেঙে ফেলে। পরে মাজারের পাশে টিনসেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্বৃত্তরা রাতে মাজারে হামলা ও ভাঙচুর করেছে। পরে তারা মাজারের মসজিদে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনিক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়