ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

তাইহান আহমেদ ফাহাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় তাইহান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা মারা গেছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় মারা যান তিনি।

মারা যাওয়া ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 

আরো পড়ুন:

ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার একটি সভায় অংশ নিতে চারজন দুটি মোটরসাইকেলে করে কসবায় যাচ্ছিলেন। ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলগুলোর চার আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাইহান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাইনুদ্দীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়