প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ময়মনসিংহ প্রেস ক্লাবের অর্থ প্রদান
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ময়মনসিংহ প্রেস ক্লাবের অর্থ প্রদান
ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সহযোগিতা ও পূনর্বাসনের জন্য ময়মনসিংহ প্রেস ক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের হাতে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক মাসুম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জল, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, দীপ্ত টিভি ও নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এর মাহমুদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলন/বকুল