ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরের আ. লীগ নেতা তুষার কান্তি মণ্ডল গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
রংপুরের আ. লীগ নেতা তুষার কান্তি মণ্ডল গ্রেপ্তার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয়টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩’র একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩ এর মিডিয়া সেল জানিয়েছে, ঢাকার সাভার থেকে তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও নানা অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আমিরুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়