ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস-থ্রি হুইলার শ্রমিকদের দ্বন্দ্ব

ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:০১, ১ অক্টোবর ২০২৪
ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ও দুপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের তিন শ্রমিককে মারধর করে থ্রি হুইলারের শ্রমিকরা। এ ঘটনায় বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন। পরে তারা বাস চলাচল বন্ধ করে দেন। রাতে উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আজ সকাল থেকে আভ্যন্তরীণ কোনো রুটে বাস চলাচল করেনি। দুপুরে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন:

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী জানান, মহাসড়কে অবৈধ যান থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা হলে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল শুরু হবে। 

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়