ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

কিশোরগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২ অক্টোবর ২০২৪  
কিশোরগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

গিয়াসউদ্দিন লাকি, এম এ আফজল ও আজিজুল হক মোতাহার।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার (২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজলকে গ্রেপ্তার করে র‌্যাব। তার নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। 

অন‌্যদিকে কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া।

রুমন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়