ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৫ অক্টোবর ২০২৪  
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) জেলার হাইমচর ও হাজীগঞ্জ উপজেলায় পৃথক সময়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর ইউনিয়নের বোরহান গাজী ও হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের মাসুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান বোরহান গাজী। অপরদিকে শুক্রবার সকালে রাজমিস্ত্রি হিসেবে কাজে যান মাসুদ। সেখানে  বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অমরেশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়