ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৭ অক্টোবর ২০২৪  
টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ছবি সংগৃহীত

টাঙ্গাইলে ফিরোজ আল মামুন হত্যা মামলার আসামি রুহুল আমীনকে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিকে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

সোমবার (৭ অক্টোবর) টাঙ্গাইল স্পেশাল জর্জ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সাজাপ্রপ্ত রুহুল আমীন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগএলাসিন গ্রামের তাজুল মিয়ার ছেলে। 

পাবলিক প্রসিকিউটর এস আকবর খান জানান, ২০১২ সালের ১২ এপ্রিল রুহুল আমিনসহ আরো কয়েকজন আগএলাসিন গ্রামের আলম বাদশার ছেলে ফিরোজ আল মামুনকে হত্যার পরিকল্পনা করেন। ওই দিন রাতে বাড়ি ফেরার সময় মামুনের ওপর হামলা করা হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মামুনকে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহত মামুনের মা শামসুন্নাহার বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৩ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। 

মামলার অপর চার আসামি জাহাঙ্গীর, আনিসুর রহমান, কালু ও রবি’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস দেন। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়