ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্র-জনতার ওপর গুলি, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার সম্রাট

ফেনী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:৪৭, ১১ অক্টোবর ২০২৪
ছাত্র-জনতার ওপর গুলি, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার সম্রাট

শফিকুল ইসলাম সম্রাট

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সম্রাট ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে সনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সাহাব উদ্দিন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়