ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:২৬, ১২ অক্টোবর ২০২৪
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবার (৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবুল কাশেমের ছেলে সিফাত উল্লাহ গুরুতর আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। 

মারা যাওয়া আবুল কাশেম দুধনই মসজিদের ইমাম ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আজ দুপুরের দিকে আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুলের কামড়ে তারা আহত হন। নৌকা তীরে ভিড়লে স্থানীয়রা তাদের তিন জনকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  হাসপাতালে নেওয়ার পথে বাবা আবুল কাশেম মারা যান। তার ছেলে সিফাত উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এ সময় নিহতের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন- ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল আজম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল হক ও ইউপি সদস্য আজিজুল হক প্রমুখ।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়