ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা জেলা যুবলীগ আহ্বায়কের আত্মসমর্পণ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৫ অক্টোবর ২০২৪  
ঢাকা জেলা যুবলীগ আহ্বায়কের আত্মসমর্পণ

মিজানুর রহমান ওরফে জিএস মিজান

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানায় তিনি আত্মসমর্পণ করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মিজানুর ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা হত্যাসহ একাধিক মামলার আসামি।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান মিজানুর। এরপরে তিনি বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে থাকতে থাকেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মহিপুর থানায় আসেন। নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে আত্মসমর্পণ করেন। পরে সাভার থানায় কথা বলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলে, মিজানুরকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে নিজেদের জিম্মায় নিতে বলা হয়েছে। আপাতত তাকে থানায় রাখা হয়েছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়