ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিস্তল-কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৯ অক্টোবর ২০২৪  
পিস্তল-কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া থেকে সুমন মিয়া (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সুমন মিয়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা জব্দ করা হয়।

সুমন মিয়া মধ্যপাড়ার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়