ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে খুলনায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৬ অক্টোবর ২০২৪  
ডেঙ্গুতে খুলনায় গৃহবধূর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিলুফা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এতথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৩ অক্টোবর এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন:

আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলুফা নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সোহাগের স্ত্রী। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়