ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৮ অক্টোবর ২০২৪  
গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু 

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকায় প্যারাগন পোল্ট্রি কারখানার ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় তারা সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে।  

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়া শ্রমিকের নাম লাউদ্দিন মাঝি (৬০)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাকর উদ্দিন মাঝির ছেলে। 

স্থানীয়রা জানান, বানিয়ারচালা এলাকায় রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় গ্যাসের পাইপ স্থাপনের জন্য রাস্তা কেটে কাজ চলছিল। এ সময় প্যারাগন পোল্ট্রি ফিড মিলের দেয়ালে ফাটল দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে শ্রমিকদের কাজ বন্ধ রাখার অনুরোধ করেন এলাকাবাসী। তবে, রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পরই প্যারাগন পোল্ট্রি ফিড মিলের কারখানার দেয়াল শ্রমিকদের ওপর ধসে পড়ে। চাপা পড়েন তিন শ্রমিক। তাৎক্ষণিকভাবে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা করা হবে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়