ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৩১ অক্টোবর ২০২৪  
ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকায় মোহনগঞ্জ লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে চট্রগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেন বিসকা স্টেশন থেকে গৌরীপুর টেনে নিয়ে আসলে ওই রুটে ট্রেন যোগাযোগ সচল হয়। এর আগে বেলা সোয়া ৩টার দিকে বিসকা স্টেশনে ঢোকার আগে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

আরো পড়ুন:

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেন ছেড়ে যায়। যাওয়ার পথে বিসকা স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্রগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঝারিয়া থেকে ছেড়ে আসা ঝারিয়া লোকাল ট্রেন গৌরীপুর স্টেশনে দাঁড় করিয়ে বিকল হওয়া মোহনগঞ্জগামী লোকাল ট্রেন টেনে গৌরীপুর স্টেশনে নিলে ময়মনসিংহের সঙ্গে চট্রগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়