ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটে কোনো চুরি হয়নি: মান্না

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২ নভেম্বর ২০২৪  
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটে কোনো চুরি হয়নি: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই দেশে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই ভোটে কোনো চুরি হয়নি। সবাই বলছে, দেশ বদলানোর জন্য সংস্কার করতে হবে, অনেকে বলে আগে সংস্কার তারপর নির্বাচন করতে হবে। আমি বলি সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে। আমরা কেবল সরকার বদলের লড়াই করছি না আমরা দেশ বদলের লড়াই করছি, মানুষের ভাগ্য বদলানোর লড়াই করছি।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে বগুড়ার সাতমাথা মুক্তম‌ঞ্চে নাগরিক ঐক্য আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এ মন্তব্য ক‌রেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে আরো যেসব দল আছে তারা যেন নিজেরা ভালো হয়ে যায়। নেতারা যাতে মনে না করেন আমরা দখল করে অর্থ কামাই করবো। এসব দল দিয়ে দেশের কোনো কল্যাণ হবে না। এখন থেকে সেসব দল নিজেরা বদলে না যাবে, জনগন তাদের বদলে দেবে।’

মাহমুদুর রহমান মান্না ব‌লেন, ‘একটা বাড়ি প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয়। বাড়ির দরজা-জানালা মেরামত করতে হয়। হোয়াইট ওয়াশ করতে হয়। ঠিক তেমনি একটি দেশ ও রাষ্ট্রকে প্রতিদিন তার প্রশাসনিক ব্যবস্থাকে উন্নত করতে হয়। প্রতিদিন তার পুলিশি ব্যবস্থাকে উন্নত করতে হয়। জনপ্রশাসন, সেক্রেটারিয়েটসহ অফিস-আদালত যত আছে সেগুলো প্রতিদিন যাতে আরো বেশি জনবান্ধব হয় তার ব্যবস্থা করতে হবে। জনগণ কষ্ট পায় সে রকম প্রশাসন আমরা চাই না ‘

নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, বগুড়া জেলার নেতা পিয়াল রহমান, সাইদুর রহমান, সাগর আহম্মেদ, মোহাম্মদ আলী সিদ্দিক, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, সাদ্দাম, পপি, শামীম, রফিকুল ইসলাম। 

সমাবেশ শেষে ১১ সদস্য বিশিষ্ট বগুড়া শহর কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। এতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আলী সিদ্দিককে। সদস্য সচিব করা হয়েছে আবুল কালাম আজাদকে। 

এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়