ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনশনে বসা ২ প্রেমিকাকেই বিয়ে করতে রাজি প্রেমিক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৩, ৪ নভেম্বর ২০২৪
অনশনে বসা ২ প্রেমিকাকেই বিয়ে করতে রাজি প্রেমিক

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই তরুণী। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অনশন শুরু করেন তারা।

অনশনে বসা এক তরুণী বলেন, ‘বিয়ের প্রলোভনে শাহীন প্রায় দুই বছর আমার সঙ্গে প্রেম করেছে। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়। কিন্তু শাহিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে আমার পরিবার বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি অন্য জায়গায় আমার বিয়ে ঠিক হয়। তাই বাড়ি থেকে পালিয়ে শাহিনের বাড়িতে উঠেছি। আমার পক্ষে ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না।’

আরেক তরুণী বলেন, ‘শাহীনের সঙ্গে আমার প্রায় দুই মাসের প্রেমের সম্পর্ক। শনিবার সন্ধ্যায় এক তরুণী বিয়ের দাবিতে ওর বাড়িতে উঠেছে খবর পাই। তাই আমি অনশনে বসেছি। শাহীনকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি বেঁচে থাকতে শাহীন অন্য কাউকে বিয়ে করতে পারবে না।’

শাহীন বলেন, ‘অনশনে বসা দুই তরুণীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। তবে এখন আর নেই। যেহেতু দুই তরুণী বিয়ের দাবিতে অনশনে বসেছে, আমি দুজনকেই বিয়ে করব।’

প্রতিবেশী ইছাহক মন্ডল বলেন, ‘শাহীনের বিরুদ্ধে নারী সম্পর্কিত অভিযোগ নতুন নয়। অনশনে বসা দুই তরুণী যেন ন্যায়বিচার পায়, সেটাই প্রত্যাশা।’

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার বলেন, ‘গাগান্না গ্রামের শাহিনের বাড়িতে বিয়ের দাবিতে দুই তরুণী অনশনে বসেছে। ধর্মীয় রীতিনীতি মেনে যে কোনো একজনের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগিরই এর সমাধান হবে।’

শাহরিয়ার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়