ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিংড়িতে অপদ্রব্য পুশ, আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩০, ৫ নভেম্বর ২০২৪
চিংড়িতে অপদ্রব্য পুশ, আড়াই লাখ টাকা জরিমানা

খুলনায় ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনের মালিকানাধীন ছবি ফিস প্রসেসিং কারখানায় অভিযান চালিয়ে ১৬০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করেছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর। সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ বিকু (বিকু কাজী) কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা।

আরো পড়ুন:

এ অভিযানে ইন্টারন্যাশনাল শিম্প্র এক্সপোর্ট লিমিটেড নামে আরেকটি কারখানা থেকে ৪০০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার জানান, অভিযানে চিংড়িতে অপদ্রব্য থাকায় ছবি ফিসকে ৫০ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল শ্রিম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপদ্রব্য পুশ করা চিংড়ি নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে। 

ব্যবসায়ীরা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ করা বন্ধ করতে নিয়মিতভাবে অভিযান চালায় মৎস্য বিভাগ। কিন্তু গত ১৫ বছর ছবি ফিসে অভিযান হয়নি।

সুন্দরবন উপকূলে চিংড়িতে জেলি পুশ বাড়ছে, এটা অশনিসংকেত। ওজন বাড়ানোর জন্য খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদসহ দক্ষিণাঞ্চলের অসাধু ব্যবসায়ীরা সিরিঞ্জ দিয়ে চিংড়িতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করেন। জেলিযুক্ত চিংড়ি মাছে ক্রেতারা তিনভাবে প্রতারিত হচ্ছেন। প্রথমত, ওজন প্রতারণা; দ্বিতীয়ত, দাম বেশি ও তৃতীয়ত, মাছের গুণগত মান নিয়ে প্রতারিত হচ্ছেন। এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ ছাড়া ভেজাল চিংড়ি রপ্তানি হলে দেশের সুনাম নষ্ট হওয়ার সঙ্গে ঝুঁকিতে পড়বে প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সুযোগ।

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়