ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ২

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৫ নভেম্বর ২০২৪  
নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদী উপজেলায় মেনোকা রানী (৬৫) নামে এক নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট করেছে বখাটেরা বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

গতকাল সোমবার রাতে উপজেলার বাটাজোর গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী একই গ্রামের মৃত বিমল চন্দ্র দাসের স্ত্রী। 

ভুক্তভোগী মেনোকা রানী বলেন, গতকাল রাতে মুরগির খামারের দরজা লাগানোর সময় পাশের বাড়ির রফিকুল ও মাহিম নামে বখাটে আমাকে ঝাপটে ধরেন। তারা আমার দুই কান থেকে দুল ও গলার চেইন লুট করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে কুপিয়ে আহত করে। আমার ডাক শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাদের ধরে পুলিশে দেয়। 

পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়