ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম 

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৬ নভেম্বর ২০২৪  
হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম 

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। এতে অনেক সবজির দাম আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে বেগুনের কেজি ছিলো ৮০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা, ১২০ টাকার করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা, ২৪০ টাকার শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ১২০ টাকার ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ৬০ টাকার শসা ৪০ টাকা কেজি, ৭০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, ১০০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি, ২৪০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। 

বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিলো আকাশ ছোঁয়া। আজ বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি। প্রতিটা সবজির দাম অনেক কমে গিয়েছে। তবে আরও দাম কমে গেলে আমাদের অনেক উপকার হবে।

সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। যার কারণে দামও কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় বেচা-বিক্রি ভাল হচ্ছে। আশা করছি আর কিছুদিনের মধ্যে সব সবজির দাম আরও কমে যাবে।

মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়