ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:২৬, ১০ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছে। এসময় রিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় চাষাঢ়ামুখী দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তবে অটোরিকশাচালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক ও তার চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অনিক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়