ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪০, ১৯ নভেম্বর ২০২৪
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

সিলেটে ঝটিকা মিছিল করার ঘটনায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আটককৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও অনিক দেবনাথ। বাকি একজনের নাম পাওয়া যায়নি। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ৯’র অভিযানে রাকিবুল হাসান ও তার এক সহযোগী আটক হন। এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

র‌্যাব এর মিডিয়া অফিসার মশিউর রহমান সোহেল জানান, সোমবার সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় তিন নেতাকর্মীকে আটক করা হয়। 

ঢাকা/নুর/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়