ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:২৭, ১৯ নভেম্বর ২০২৪
হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা!

বিষ প্রয়োগের ফলে মারা যাওয়া হাঁস

ঝালকাঠির সদর উপজেলায় শত্রুতাবশত বিষ মেশানো ধানের খাইয়ে খামারের ৬০টি হাঁস মেরে ফেলা হয়েছে। এতে ওই খামারির ৩০ থেকে ৩৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।

সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ী গ্রামে হুজাইফা এগ্রো ফার্মে রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার পরে এ ঘটনা ঘটে। এক মাস আগে একই মালিকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।

হাঁস মেরে ফেলার ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হুজাইফা এগ্রো ফার্মের মালিক নাসরিন আক্তার জানান, তিনি পাঁচ মাস আগে ৯০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া সেড করে হাঁস পালন শুরু করেন। তার খামারে এক হাজার হাঁস ছিল। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচশত হাঁসে ডিম পাড়া শুরু করেছে। সঙ্গে একটি মাছের ঘের রয়েছে তার। দুর্বৃত্তরা সেডের বেড়া কেটে ধানের সঙ্গে বিষ মিশিয়ে হাঁসকে খেতে দেয়। বিষাক্ত ধান খেয়ে শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে বিষয়টা দেখতে পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। এর মধ্যে ৬০টি হাঁস মারা যায়।

তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা হাঁসের খামারে বিষ প্রয়োগ করেছেন, তা জানা যায়নি। বর্তমানে নাসরিন আক্তার ও তার ননদ সুলতানা জুথি তাদের দুই শিশু সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করায় নিরাপত্তাহীনতায় রয়েছেন।  

নাসরিন আক্তার বলেন, ‘‘প্রায় একমাস আগে আমাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এখন ৬০টি হাঁস মারা হয়েছে। আমি এর বিচার চাই।’’

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘‘লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
 

ঢাকা/অলোক/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়