ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:০৩, ২৬ নভেম্বর ২০২৪
পাবনায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

ভোরের আলো ফোটার আগেই কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। আলো জ্বালিয়ে ছুটছে গাড়ি। মঙ্গলবার ভোরে পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকায়।

উত্তরের জেলা পাবনায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে বাড়ছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। 

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দুইদিন ধরে কমতে শুরু করেছে। তার মানে শীতের প্রকোপও বাড়ছে। 

তিনি আরও জানান, গত ১৯ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২১ নভেম্বর ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, ২২ নভেম্বর ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি, ২৩ নভেম্বর ছিল ১৭ ডিগ্রি, ২৪ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২৫ নভেম্বর ছিল ১৫ ডিগ্রি এবং ২৬ নভেম্বর রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

এই আবহাওয়া পর্যবেক্ষক আরও বলেন, “বর্তমানে যে শীত সেটি স্বাভাবিক অবস্থায় আছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরো কমে শীতের প্রকোপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১০ ডিগ্রির নিচে নামলে শৈতপ্রবাহ শুরু হবে।” 

এদিকে ভোর থেকেই ঘন কুয়াশা পড়ছে পাবনা জেলায়। হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন। সকালে কাজে বেরিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

ঢাকা/শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়