ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ ঘণ্টা পর আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল, যাত্রী পারাপার স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৭ নভেম্বর ২০২৪  
৫ ঘণ্টা পর আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল, যাত্রী পারাপার স্বাভাবিক

ফাইল ফটো

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার ভারতের আগরতলা ইমিগ্রেশন সার্ভার সচল হয়েছে। এতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সার্ভার সচল হয়।

এর আগে, সকাল ৭টার দিকে ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে পড়ে। আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সার্ভার ডাউনের বিষয়টি নিশ্চিত করে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, ‘‘ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার সচল হওয়ার পর থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এর আগে, সার্ভার বন্ধ থাকার কারণে আগরতলা ইমিগ্রেশনে বাংলাদেশের ৫০ জন যাত্রী আটকা পড়েছিল।’’

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়