ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪৭ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩০ নভেম্বর ২০২৪  
ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪৭ বাংলাদেশি আটক

বিজিবির হাতে আটক ৪৭ বাংলাদেশি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কর বিজিবির সদস্যরা। শনিবার বিকেলে (৩০ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। 

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় বিজিবির সদস্যরা মহেশপুর উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাংঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি অভিযান চালায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টায় ৪৭ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে নারী ১২ জন, পুরুষ ১৯ জন ও শিশু রয়েছে ১৬ জন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ সীমান্ত থেকে গত ৫ আগস্ট থেকে মোট ৯৩৩ জনকে আটক করা হয়েছে।

ঢাকা/সোহাগ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়