ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎপাদনে ফিরেছে মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৩০ নভেম্বর ২০২৪  
উৎপাদনে ফিরেছে মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র

ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রায় এক মাস পর শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

আরো পড়ুন: বন্ধ থাকা মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন রোববার শুরু

এর আগে গত ৩১ অক্টোবর ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায়। গত বুধবার (২৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে আসলে সমস্যা সমাধান হয়।  

প্রকৌশলী সাইফুর রহমান জানান, গত বুধবার কয়লার চালান আসায় এই কেন্দ্রের একটি ইউনিটে আজ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়া থেকে আরও ৬৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ পৌঁছাবে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার জানান, বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনার চুক্তি হয়। জাপানি এই প্রতিষ্ঠানটির সঙ্গে গত আগস্টে চুক্তি শেষ হয়েছে। ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে উৎপাদনে আসে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি গত ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়