মাদারীপুরে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দোয়া
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা
মাদারীপুরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় শহিদদের পরিবারের সদস্য এবং আহতরা অংশ নেন।
স্মরণসভায় নানা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে শহিদদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতিচারণ করেন।
পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও শহিদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়। শহিদ দীপ্তের নামে শকুনি লেকের নামকরণের দাবি জানানো হয়।
শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘‘ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে বাংলাদেশ। আগামীতে সব ধরনের মানুষের বৈষম্যহীন সমান অধিকার নিশ্চিত করতে জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে।’’
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা সাবাব, সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহানদার আলী জাহান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কেরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে শহিদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আহত ১৫১ জন ও শহিদ ১৯ জনের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেন জেলা প্রশাসক।
ঢাকা/বেলাল/বকুল