ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১২, ১ ডিসেম্বর ২০২৪
‘পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে’

রংপুরে রবিবার একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, “প্রাথমিকের নতুন পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে।” 

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুরের আরডিআরএস এর বেগম রোকেয়া হলরুমে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের ডিজাইনিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

আরো পড়ুন:

ডা. বিধান রঞ্জন রায় বলেন, “প্রাথমিক শিক্ষার্থীদের পড়ালেখার পেছনে যাতে অভিভাবকদের বাড়তি খরচ না হয় এবং সবাই সমানভাবে যেন শিক্ষার সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ১৫০ উপজেলাকে টার্গেট করে এই কার্যক্রম চলমান।”

তিনি আরো বলেন, “পহেলা জানুয়ারিতেই প্রাথমিকের সবার হাতে নতুন বই পৌঁছে যাবে। প্রাথমিকে শিশু শিক্ষার্থীদের পাঠদানের আগ্রহ বাড়াতে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

এসময় রংপুর জেলা ও বিভাগীয় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়